বৃহস্পতিবার ২৮ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 2 » মুঠোফোনে আবেদন করে ২৯৩ জন পেলেন ত্রাণ সহায়তা!


মুঠোফোনে আবেদন করে ২৯৩ জন পেলেন ত্রাণ সহায়তা!


আমাদের কুমিল্লা .কম :
15.04.2020

মাসুদ আলম
করোনা দুর্যোগে ত্রাণ সহায়তা চেয়ে আবেদন করা ২৯৩ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন ইউএনও।  বুধবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৩৯ এবং নাঙ্গলকোটে ১৫৪ পরিবারের মাঝে উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ব্যবস্থাপনায় গ্রাম পুলিশ,আনসার ও ট্যাগ অফিসারদের মাধ্যমে এই ত্রান সহায়তা পৌঁছে দেয়া হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা জানান, কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশে মধ্যবিত্ত শ্রেণির লোকজন ইতিমধ্যে ফোনে, এসএমএস, মেইলে সাহায্যের জন্য আবেদন করেছেন। গত ১০ তারিখ হতে এখন পর্যন্ত ব্রাহ্মণপাড়া উপজেরার ৮টি ইউনিয়নে ৩২৯ জনের আবেদন পেয়েছি। তারমধ্যে যাচাই-বাছাই করে অধিকাংশ সঠিক পাওয়া গিয়েছে। বুধবার ৮ টি ইউনিয়নে মোট ১৩৯ জনকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয় গ্রাম পুলিশ,আনসার ও ট্যাগ অফিসারদের মাধ্যমে। পর্যায়ক্রমে অতি দ্রুত বাকীগুলো পৌঁছে দেয়া হবে।
নাঙ্গলকোট উপজেলার নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল জানান, বুধবার জেলা প্রশাসকের নির্দেশে ফোনে এবং এসএমএস এর মাধ্যমে আবেদনকারীদের মধ্যে যাচাই পূর্বক ১৫৪ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।