শুক্রবার ১৯ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement


চাঁদপুরে জন্ম নিয়েছে দুই মাথাওয়ালা শিশু


আমাদের কুমিল্লা .কম :
19.08.2018


.

চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুরে দুই মাথাবিশিষ্ট এক শিশু জন্মগ্রহণ করেছে। শনিবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুরের একটি বেসরকারি হাসপাতালে ওই শিশুর জন্ম হয়। বর্তমানে মা ও শিশু দু’জনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক ডা. ওমর ফারুক।চিকিৎসক ডা. ওমর ফারুক বলেন, ‘মুখ, চোখ, নাক, কান থেকে শুরু করে একজন মানুষের মাথায় যা যা থাকে তার দু’ মাথাতে সবই আছে। আমরা তাকে খাবার দিয়েছিলাম, সে তার দুই মুখেই খেতে পারে।’
জানা যায়, মতলবের নারায়নপুর বায়েজিদ মেমোরিয়েল হাসপাতালে প্রসবজনিত ব্যাথা নিয়ে ভর্তি হন কচুয়া উপজেলার তুলপাই গ্রামের প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী নাছরিন (২৩)। পরে শনিবার বিকালে ওই হাসপাতালের চিকিৎসক ডা. মিথুন, ডা. শারমিন ও ওমর ফারুকের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথাবিশিষ্ট শিশুটির জন্ম হয়। বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ আছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্মের সংবাদ শুনে উৎসুক জনতা হাসপাতালে এসে ভিড় করেন এক নজর ওই শিশুটিকে দেখার জন্য।
শিশুটির পরিবারের সদস্যরা জানান, প্রবাসী বাবুল ও নাছরিনের প্রথম সন্তান এটি।
ডা. ওমর ফারুক জানান, ‘বাচ্চা ও তার এখনও হাসপাতালেই আছেন। পরবর্তীতে যদি কোনও সমস্যা দেখি, তাহলে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাবো।’