শুক্রবার ২৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 1 » দুর্লভপুর চৌধুরী ডেইরি ফার্মে ১০ টি গরুর অস্বাভাবিক মৃত্যু


দুর্লভপুর চৌধুরী ডেইরি ফার্মে ১০ টি গরুর অস্বাভাবিক মৃত্যু


আমাদের কুমিল্লা .কম :
17.08.2018


শাহ ফয়সাল কারীম, সদর দক্ষিণ
১৫ আগস্ট কুমিল্লা আদর্শ সদর উপজেলা ৬ নং জগন্নাথ পুর ইউপি এলাকায় দুর্লভপুর গ্রামে চৌধুরী ডেইরি ফার্মে বাচুরসহ ১০ টি গরুর অস্বাভাবিক মৃত্যু ঘটে। জানা যায়, গত কয়েক বছর যাবত দুর্লভপুর গ্রামের বাসিন্দা মো. জহিরুল ইসলাম চৌধুরী তার বাড়িতে চৌধুরী ডেইরি ফার্মটি পরিচালনা করে আসছে। একদিনে ১০টি গরুর মৃত্যুর কারণ জানতে চাইলে চৌধুরী ডেইরি ফার্মের মালিক মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, আজ কয়েক বছর যাবত আমি এই ডেইরি ফার্মটি পরিচালনা করে আসছি। বিগত দিনে ফার্মটিতে বড় ধরনের সমস্যা হয়নি। বুধবার হঠাৎ আমার ফার্মে ৪৭ টি গরুর মধ্যে দিনে ৭টি এবং রাতে ৩ টি গরু মারা যায়। তিনি আরো জানান, এত বছর গরু পালন করি, সামান্য অসুখ বিসুখ ছাড়া কোন দিন বড় ধরনের সমস্যা হয়নি। খামারে গরুর কোন ধরনের অসুখ ও ছিল না। কেউ আমার খামারে বিষ প্রয়োগ করে গরুগুলা মেরে ফেলেছে।এই ঘটনার পর খামারটি পরিদর্শন করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভেটেরনারি সার্জন ডা. মুহাম্মদ জাকির হুসাইন এবং ৬নং জগন্নাথ পুর ইউপি চেয়ারম্যান মামুনূর রশিদ মামুনসহ এলাকার লোকজন।
কুমিল্লা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরনারি সার্জন মুহাম্মদ জাকির হুসাইন জানান, চৌধুরী ডেইরি ফার্মে গরুর ঘাস কিংবা অন্যান্য খাবারে বিষাক্ত খাদ্য প্রজনন থাকতে পারে বলে মনে হয়।তবে কিছু নমুনা ভেটেরনারি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ।প্যাথলজিক্যাল রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।