মঙ্গল্বার ১৬ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement


চালকের বেপরোয়া গতিতে বাড়ছে সড়ক দুর্ঘটনা


আমাদের কুমিল্লা .কম :
28.01.2018

আলা উদ্দিন আজাদ।।


গাড়ি চালকদের অদক্ষতাও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে প্রতিনিয়ত আমাদের দেশে কত মানুষ প্রাণ হারাচ্ছে তার সঠিক পরিসংখ্যান বলা কঠিন। এতে পঙ্গুত্ববরণ করছে অনেক মানুষ। এর মধ্যে প্রধান কারণ অদক্ষ গাড়ি চালক ও তাদের বেপরোয়া গাড়ি চালানো। আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে এমন অগনিত ঘটনা। গত ২৬ জানুয়ারি অদক্ষ চালকের বেপরোয়া গাড়ি চালানোর ফলে যাত্রীবাহী বাসের সাথে মাটি বহনকৃত কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় দুর্ঘটনার শিকার হয় ভিক্টোরিয়া ভিসিডিএস এর সাধারণ সম্পাদক – তানজিত ইসলাম ও অর্থ ও পরিকল্পনা সম্পাদক – আনোয়ারুল আজিম। গত ২৬ জানুয়ারি বরুড়া উপজেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বলাকা বাসে করে রওনা হলে বরুড়া বাজারের কিছুটা দূরত্বে হঠাৎ করেই ট্রাকের ধাক্কায় বাসটি ক্ষতিগ্রস্ত হয় যার ফলে বাসের ভিতরে থাকা যাত্রীদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসে পরিস্থিতি শান্ত করে আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। চালকের অসচেতনতা ও রাস্তার পাশে ইট ভাটার কাজে ব্যবহৃত যানবাহন এ রোডে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী বলেন পুলিশ আজম মাহমুদ।