শুক্রবার ১৯ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement


আরেকজন বিগ হিটার খুঁজছেন মাশরাফি


আমাদের কুমিল্লা .কম :
20.01.2018

 ক্রীড়া ডেস্ক।। বাংলাদেশের সবচেয়ে বড় জয়। সবচেয়ে আলোচিত ম্যাচে ১৬৩ রানের এত বড় জয় নিশ্চিতভাবেই বাংলাদেশে শিবিরে আনন্দের সুবাতাস বইয়ে দিয়েছে! যে শ্রীলঙ্কা এবং হাথুরুসিংহে এতটা চিন্তার কারণ ছিল, তারাই কি না এক ফুৎকারে উড়ে গেলো সাকিব-মাশরাফি-তামিমদের সামনে। কী ব্যাটিং, কী বোলিং- সব ক্ষেত্রেই অসাধারণ খেলেছে বাংলাদেশ।

ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী মঞ্চে এসে বিজয়ী দলের অধিনায়ক মাশরাফি জানালেন, এটা সেরা জয়গুলোর একটি। এভাবেই খেলতে চান নিয়মিত এবং এভাবেই এগিয়ে যেতে চান তিনি। একই সঙ্গে দলের খেলোয়াড়দের দারুণ প্রশংসা করলেন।

শুধু প্রশংসাই নয়, এত বড় জয়ের মধ্যেও একটা বিষয় মনের মধ্যে খুঁত তৈরি করেছে মাশরাফির। ৩২০ রানের বিশাল স্কোর দাঁড় করাল বাংলাদেশ। কিন্তু কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি নেই- এটা যেন মেনেই নিতে পারছেন না তিনি।

মাশরাফি বলেন, ‘জয় কিংবা পরাজয়- সর্বক্ষেত্রেই কিছু না কিছু শেখার থাকে। এই যেমন তামিম সেঞ্চুরিটা করতে পারতো। কিন্তু ৮৪ রান করে সে আউট হয়ে গেছে। ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করেছে। আপ টু দ্য মার্ক ছিল; কিন্তু একটা সেঞ্চুরিও এলো না।’

বোলিং নিয়ে মাশরাফি বলেন, ‘বোলিং সাইড নিয়ে বলতে গেলে আমি বলবো, দক্ষিণ আফ্রিকায় আমাদের কঠিন সংগ্রাম করতে হয়েছে। তবে, দেশে ফেরার পর আপ টু দ্য মার্ক হয়েছে। এমন খেলতে পারলেই আমাদের জয় ধরা দেবে।’

শেষ দিকে এসে সাব্বিরের হার্ডহিটিং ব্যাটিংয়ের প্রশংসা করেন মাশরাফি। একই সঙ্গে সাব্বিরের মত আরেকজন হিটার ব্যাটসম্যান প্রয়োজন বলে মনে করেন তিনি। মাশরাফি বলেন, ‘ইনিংসের ফিনিশিংয়ে সাব্বিরের রোলটা বেশ ভালো হয়েছে। ৬ কিংবা ৭ নম্বরে সে ভালো ব্যাটিং করে। এই স্থানেই খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে। একই সঙ্গে আমরা সাব্বিরের সত আরেকজন বিগ হিটারকে খুঁজছি। যে শেষ দিকে এসে বিগ হিট করতে পারবে।’

সাকিবের তিন নম্বরে ব্যাটিং করা নিয়ে মাশরাফি বলেন, ‘সাকিবকে তিন নম্বরে দেখে খুবই শান্ত এবং ধীরস্থির একজন ব্যাটসম্যান মনে হচ্ছে। তামিম তো সময়ই রানের জন্য ক্ষুধার্ত। বিজয়ও ভালো ব্যাট করেছে। সেরা ৫জন ব্যাটসম্যান যদি ইনিংসের ৪০-৪৫ ওভার খেলে দিতে পারে, তাহলে আজকের মতই সাফল্য আসবে ভবিষ্যতেও।’