শুক্রবার ২৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement


বি-বাড়িয়াকে হারিয়ে ফাইনালে কুমিল্লা


আমাদের কুমিল্লা .কম :
17.11.2017

মজুমদার মুকুল :


ইয়াং টাইগার্স অনুর্ধ্ব ১৮ বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম বিভাগের খেলায় ১৬ নভেম্বর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বি-বাড়িয়া জেলা দলেকে ৭ উইকেটের হারিয়ে ফাইনালে উঠে কুমিল্লা জেলা দল। কুমিল্লা জেলা মাত্র ৫০ রানে গুড়িয়ে দেয় বি-বাড়িয়া জেলা দলকে। বি-বাড়িয়া জলা দলের একমাত্র ব্যাটসম্যান রহিম ১৪ রান করে দুই অংকের রানের কোটা স্পর্শ করে।এছাড়া বাকি কাউকে দুই অংকের রান স্পর্শ করতে দেয়নি কুমিল্লার বোলার মেহেদী,মাহফুজ,আফতাব,রাকিবুল ও শাহিনরা।
টস জয়ী কুমিল্লা জেলা দল প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় বি-বাড়িয়া জেলা দলকে। কুমিল্লা জেলা দলের বোলিং তোপে ৩৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে বি-বাড়িয়া জেলা দল। বি-বাড়িয়া জেলা দলের সাজান ০,জাকারিয়া ০,সজিব ১,ফাহিম ৭,নাঈম ৮,শুভ ৩,তামিম ২,রহিম ১৪,আহমেদ ৩,ইসমাইল ০ রান করে।
কুমিল্লা জেলা দলের মেহেদি হাসান ৮ ওভার ৪ মেডেন ৮ রানে ২ উইকেট,মাহফুজ ৮ ওভার ২ মেডেন ১২ রানে ১ উইকেট,আফতাব ৪ ওভার ১ মেডেন ৮ রানে ১ উইকেট,শাকিল ৭ ওভার ২ মেডেন ৬ রান ৩ উইকেট,রাকিবুল ৬ ওভার ২ মেডেন ২১ রানে ১ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে আফতাব আহমেদ ৩৪ বলে ৩ ছয় ১ চারে ৩৩ রানের চমৎকার ব্যাটিং করে কুমিল্লাকে ১৩.৫ ওভারে ৫৩ রান করে সহজ জয় এনে দেন। এছাড়া ওপেনার মহসিন ৩ বলে ০ রান,রমজান ৩ বলে ০ রান,মেহেদি ৩৯ বলে ৭ রানে অপরাজিত, আসিফ হাসান ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।
গত ৭ নভেম্বর চট্টগ্রাম ওমেন্স কমপ্লেক্স গ্রাউন্ডে চাঁদপুর ও বান্দরবন জেলা দলের খেলার মাধ্যমে ২০১৭-২০১৮ বৎসরের চট্রগ্রাম বিভাগের খেলার উদ্বোধন হয়। চট্রগ্রাম ও কক্সবাজার দুই ভেন্যুতে এগারো জেলা তিন গ্রুপে বিভক্ত হয়ে অশংগ্রহণ করে।
গত ৮ নভেম্বর কুমিল্লা জেলা দল ১৮ রানে বি-বাড়ীয়া জেলা দলের কাছে পরাজিত হয়।
গত ১০ নভেম্বর কুমিল্লা জেলা দল রাঙ্গামাটি জেলা দলকে ১০ উইকেটে পরাজিত করে।
গত ১৩ নভেম্বর নোয়াখালী জেলা দলকে ১০ রানে হারায় কুমিল্লা জেলা দল।
আগামী ১৮ নভেম্বর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
কুমিল্লা জেলা দল ফাইনালে উঠায় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত ও জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন জেলা অনুর্ধ্ব ১৮ দলকে অভিনন্দন জানান।