শুক্রবার ২৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement


দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত


আমাদের কুমিল্লা .কম :
14.07.2017

ওমর ফারুক মিয়াজী,তিতাস।।
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ও রড বোঝাই ট্রাকের সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়েছে। গতকাল বিকেল পাঁচটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশের গাজীপুরে এ দুঘর্টনা ঘটে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। জানা যায়, কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালকের বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢুকে যায় রড বোঝাই একটি ট্রাকের ভিতর। এতে ঘটনাস্থলে নিহত হয় বাসের হেলপার।এসময় যাত্রীদের উদ্ধার করতে গিয়ে হাইওয়ে পুলিশের ওসি আবুল কালাম আজাদ ও পুলিশ কনস্টেবল তৈয়ব আলীসহ আহত হয় ২০ যাত্রী। আহতদেরকে কুমিল্লা-ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ উপ-পরিদর্শক মজিবুর রহমান জানান, ঢাকা থেকে আগত তিশা পরিবহনের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা রড বোঝাই একটি ট্রাককে চাপা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি আবুল কালাম আজাদ নিজেই যাত্রীদের উদ্ধার তৎপরতা চালান। পরে দাউদকান্দি দমকল বাহিনী এসে তাদের যোগদেয়। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে যাত্রীদেরকে উদ্ধার করার সময় দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম জ্ঞান হারান এবং পুলিশ কনস্টেবল তৈয়বের হাত কেটে যায়। দ্রুত হাইওয়ে ওসি আবুল কালাম আজাদকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদককর্মী সোহেল রানা বলেন, যেভাবে দুর্ঘটনা ঘটেছে তা দেখে মনে হয়েছে যাত্রীদের রড ঢুকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।
এদিকে নিহত হেলপারকে পুলিশ হেফাজতে এবং গাড়িটিকে থানায় নেওয়া হয়েছে।