শুক্রবার ১৯ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement


ত্রিদেশীয় সিরিজে অনিশ্চিত বাংলাদেশ


আমাদের কুমিল্লা .কম :
03.07.2017

আসছে অক্টোবরের শেষদিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে নিজেদের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চেয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। কিন্তু ব্যস্ত সূচির কারণে সিরিজে অংশ নিতে পারছে না মাশরাফিরা।

এনিয়ে কথা বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ‘অক্টোবরে আমরা সাউথ আফ্রিকা সফরে যাবো। ত্রিদেশীয় সিরিজের যে সময়সূচী তাতে বাংলাদেশের অংশ নেয়া অনিশ্চিত। সিরিজের আগে সম্ভাব্য সূচি পরিবর্তন না করলে আমরা খেলতে পারব না।’

‘৩০ অক্টোবর আমাদের দল সাউথ আফ্রিকা থেকে ফিরবে। ওরা ২৮ অক্টোবরের দিকে সিরিজ শুরু করতে চাচ্ছে। সেক্ষেত্রে আমাদের অংশ নেওয়ার কোনো পথ দেখছি না। তাছাড়া আফ্রিকা সিরিজের পর বিপিএল। ওটা পরিবর্তন করলে ওয়েস্ট ইন্ডিজ সফরে সমস্যায় পড়তে হবে। সবকিছু মিলে তারিখ পরিবর্তন না হলে অংশ নেয়া সম্ভব হবে না।’ মন্তব্য পাপনের।