শুক্রবার ২৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » লিড নিউজ ১ » জামায়াত-বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে উন্নয়নের পক্ষে থাকুন: মুজিবুল হক


জামায়াত-বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে উন্নয়নের পক্ষে থাকুন: মুজিবুল হক


আমাদের কুমিল্লা .কম :
25.05.2017

আবুল বাশার রানা,চৌদ্দগ্রাম।।
শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপি-জামায়াতের সময়ে এত উন্নয়ন হয়নি। এক কথায়-আ’লীগ মানে উন্নয়ন, বিএনপি-জামায়াত মানেই লুটপাট। আওয়ামীলীগ এদেশের উন্নয়ন করে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হবে, উন্নয়নের জোয়ার বইয়ে যাবে।  জামায়াত-বিএনপির অপপ্রচারে কান দিবেন না, তাদের কথায় বিভ্রান্ত না হয়ে উন্নয়নের পক্ষে থাকুন, নৌকার পক্ষে থাকুন।  গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে কাশিনগর হাইস্কুল মাঠে রেলমন্ত্রী মুজিবুল হক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এসব কথা বলেন। টুর্ণামেন্টর কমিটির সভাপতি উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারি কাশিনগর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কুমিল্লার ডিসি মোঃ জাহাংগীর আলম, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আ’লীগের সেক্রেটারী সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, রাশেদা আখতার। এসময় বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলায় নারায়নগঞ্জ মমিন-মুন্না স্মৃতি সংসদ ১-০ গোলে বিবির বাজার খেলাঘর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
রেলমন্ত্রী মুজিবুল হক  গতকাল বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে বলেন, বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীললীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসে স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সারাদেশের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। কিন্তু ২০০১ সালে জামায়াত বিএনপি জোট ক্ষমতায় এসে এ ক্লিনিক গুলোর কার্যক্রম স্থগিত করে দেয়। ফলে দেশের অসহায় গরীব জনগণ বাড়ীর পাশে থেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। ২০০৮ সালে আওয়ামীলীগ আবারো ক্ষমতায় এসে ওই ক্লিনিক গুলোর কার্যক্রম শুরু করে। ইতিমধ্যে সকল ক্লিনিকে ল্যাপটপ দেয়া হয়েছে। ৩১ ধরনের ঔষধ বিনা মূল্যে সরবরাহ করা হচ্ছে। গর্ভবর্তী মহিলা, শিশু ও বৃদ্ধসহ জটিলরোগীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন ব্যবস্থা কমিটির সহসভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভ’ঁইয়া হাসান, সদস্য পৌর মেয়র মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম, আ’লীগ নেতা আকতার হোসেন পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি মো: আবদুল জলিল রিপন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোকমান হোসেন প্রমুখ। সভাপতির বক্তব্যে মুজিবুল হক আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ব্যস্ততম এ হাসপাতালকে ১০০ শর্যায় উন্নীত করণ, ৫০০ এম এ এক্স-রে মেশিনসহ আরো অন্যান্য যন্ত্রপাতি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এছাড়াও  চৌদ্দগ্রামের কাঁঠালিয়া গ্রামের ২৮৫জন গ্রাহকের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এ সংযোগের উদ্বোধন করেন।  এ উপলক্ষ্যে স্থানীয় দেলোয়ার হোসেন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন চৌধুরী সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর পরিচালক জাকির হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম মৃদুল কান্তি চাকমা, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, আ’লীগ নেতা মিয়া মোহাম্মদ নাছির উদ্দিন, শাহ আলম মেম্বার, মাষ্টার ফয়েজ আহম্মদ প্রমুখ। পরে বিদ্যুতের সুইচ টিপে ভারতসীমান্তবর্তী কাঁঠালিয়া গ্রামে ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রায় ৫কি:মি: এলাকায় ২৮৫জন গ্রাহকের মাঝে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।