শুক্রবার ২৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement


সৌদি আরবে মরুঝড়, পশ্চিমাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ


আমাদের কুমিল্লা .কম :
15.04.2017

গত দুই দিন থেকে সৌদি আরবের পশ্চিম অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৌসুমী মরুঝড়। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দা, রাগিব, খুলাইস শহরগুলোর উপর দিয়ে প্রবাহিত দীর্ঘস্থায়ী এ ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

দেশটির সাধারণ নাগরিক ও প্রবাসীদের প্রয়োজন ছাড়া বাইরে চলাফেরা করতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে সৌদি আরব পশ্চিম অঞ্চলের ট্রাফিক পুলিশ সড়কের গতি সীমা নামিয়ে এনেছেন এবং চালকদের গতি সীমা অতিক্রম না করতে সতর্কতা জারি করেছে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় জেদ্দা, রাগিব, খুলাইসের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বৃহস্পতিবার বন্ধের নির্দেশ দিয়েছে।