শুক্রবার ২৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 3 » তাঁকে নিয়ে হেসেছিলেন কোহলি, উপহাসের পাল্টা জবাব দিলেন মুশফিক


তাঁকে নিয়ে হেসেছিলেন কোহলি, উপহাসের পাল্টা জবাব দিলেন মুশফিক


আমাদের কুমিল্লা .কম :
12.02.2017

স্বাগতিক ভারতের বিরুদ্ধে চলমান হায়দরাবাদ টেস্টে গতকাল বাংলাদেশি মুশফিকুর রহিমের কিপিং এবং আবেদন দেখে হাসি চাপতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

অবশেষে আজ সেই বিরাট কোহলিকে পাল্টা দিলেন টাইগার দলনেতা মুশফিক। ৬৮৭ রানের পাহাড়সম রান করেছে ভারত। ফলোঅন এড়াতেও দরকার ৪৮৮ রানের বিশাল সংগ্রহ। তার ওপর সকালের প্রথম সেশনেই ফিরেছেন প্রথম সারির চার ব্যাটসম্যান।

এমন অবস্থায় বাংলাদেশ তাকিয়েছিল সাকিব আল হাসান আর অধিনায়ক মুশফিকের দিকে। আর তার কিছুটা করেছেন এ দুই ব্যাটসম্যান। সাকিবকে হারিয়ে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশি অধিনায়ক। এ দুই ব্যাটসম্যানের দারুণ জুটিতে স্বস্তিতেই তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ। টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ৩২২ রান; ভারতের চেয়ে এখনও পিছিয়ে ৩৬৫ রানে।

তবে এদিনই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কপালে বিরাট ভাঁজ পড়েছে। একটা সময়ে পাল্টা আক্রমণে ভারতীয় অধিনায়ক কোহলির কপালে ভাঁজ পড়ে গিয়েছিল। পঞ্চম উইকেটে ১০৭ রান যোগ করেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার। জুটির শেষটা কিন্তু মধুরেণ সমাপয়েৎ হয়নি।

গতকাল ভারত ব্যাটিং করার সময়ে মুশফিকুর রহিম স্ট্যাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন। ভউল রিভিউ করেন। যা দেখে হেসেছিলেন কোহলি। ব্যাট হাতে নেমে মুশফিক জবাব দিলেন কোহলিকে। ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। ভারত অধিনায়ক কোহলিকে যোগ্য জবাব দিলেন বাংলাদেশের উইকেটকিপার।