শুক্রবার ২৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement


বাংলাদেশে টেস্ট ‘খেলবে’ অস্ট্রেলিয়া


আমাদের কুমিল্লা .কম :
04.01.2017

অবশেষে ভয় কেটেছে অস্ট্রেলিয়ার। বাংলাদেশে দুটি টেস্ট খেলার ব্যাপারে রাজি হয়েছে তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সান্ডারল্যান্ড জানিয়েছেন, এই বছরের শেষ দিকে বাংলাদেশে আসতে পারেন তারা।

২০১৫ সালের অক্টোবরে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র না পাওয়ায় বাংলাদেশ সফর বাতিল করে দেশটি। এরপর ২০১৬ সালের যুব বিশ্বকাপেও দল পাঠানো থেকে বিরত থাকে তারা।

‘এখন মনে করি ভালো সম্ভাবনা রয়েছে।’ বাংলাদেশে দল পাঠানোর বিষয়ে জানতে চাইলে এবিসি রেডিওকে বলেন সান্ডারল্যান্ড।

সম্প্রতি ইংল্যান্ড দল ঢাকায় খেলে যাওয়ার পর অস্ট্রেলিয়া সাহস পাচ্ছে, ‘গত বছরের শেষদিকে ইংল্যান্ডকে খেলতে দেখলাম। শক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। আমরা আমাদের নিরাপত্তা দলকে পাঠিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে সবুজ সংকেত পেয়েছি।’

‘মাঝে মাঝে যে কোনো কিছু ঘটতে পারে। আমরা বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ করবো। আমাদের ভেতর আলোচনা হয়েছে। ওই টেস্ট দুটি খেলার ব্যাপারে।’

দিন-তারিখ ঠিক না হলেও এই বছরের আগস্ট অথবা সেপ্টেম্বরে দুই দলের দেখা হতে পারে।

২০০৬ সালের পর বাংলাদেশে টেস্ট খেলেনি অস্ট্রেলিয়া। ওই সিরিজে গিলেস্পি ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন।