শুক্রবার ২৯ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement


টি-টোয়েন্টিতে জয়ের প্রত্যাশা সাকিবের


আমাদের কুমিল্লা .কম :
02.01.2017

ওয়ানডেতে ব্যাটিং-বোলিং কম্বিনেশনটা ভালো হয়নি। কোনও ম্যাচে ব্যাটিং ভালো হয়েছে। আবার কোনও ম্যাচে বোলিং ভালো হয়েছে। সঠিক কম্বিনেশন না হওয়ার ফলে, কিউইদের কাছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে, ওয়ানডেতে যা হয়েছে সব ভুলে টি-টোয়েন্টিতে জিততে চায় বাংলাদেশ। সোমবার সেই প্রত্যাশা ব্যক্ত করলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

এদিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, এখানে আমরা ভালো উইকেট পেয়েছি। হয়তো আমরা সেভাবে খেলতে পারিনি। এখানে জিততে হলে বড় স্কোর করতে হবে। যদি আমরা ১৭০-১৮০ বা এর বেশি রান করতে পারি তাহলে আশা করি জয় অসম্ভব হবে না। টি-টোয়েন্টিতে সুযোগগুলো কাজে লাগাতে পারাটা গুরুত্বপূর্ণ। আমরা সে কাজটি ভালোভাবে করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, এর আগেও আমরা নিউজিল্যান্ডে এসেছি। অন্যবারের চেয়ে এবার আবহাওয়া ভালো মনে হয়েছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আমরা বেশ সময় পার করেছি। আশা করি, কন্ডিশন নিয়ে আর কারও সমস্যা থাকার কথা নয়।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। নেপিয়ারের ম্যাক্লেন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর বারোটায়।